অক্সফোর্ডের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশী আনিশা

anisa-faruk-PBA

পিবিএ,ঢাকা: যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত আনিশা ফারুক। বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টেন লাইব্রেরির একটি অনুষ্ঠানে শনিবার আনিশার ঈর্ষণীয় এই ফলাফল ঘোষণা করা হয়।

তিনটি রাউন্ডের মধ্য দিয়ে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্টশিপ নির্বাচন অনুষ্ঠিত হয় । আনিশা, আইভি ম্যানিং এবং এলি মিলনে-ব্রাউন যথাক্রমে ১২২২, ১০৭৫ এবং ১০১৩ ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডে যান। এলি মিলনে ব্রাউন দ্বিতীয় রাউন্ডে পরাজিত হন। আনিশার ১২৪০ এবং আইভি ১০৯৫ ভোটের বিরুদ্ধে মোট ১০২২ ভোট সংগ্রহ করে। ফাইনাল রাউন্ডে আইভির ভোটের বাক্সেও ভোট পড়েছিল অনেক এবং তার মোট সংখ্যা ১৪১৬। কিন্তু আনিশা ১৫২৯ ভোট পেয়ে ১১৬ ভোটের ব্যাবধানে আইভিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া মাইকেল গ্রোভ, বরিস জনসন, টনি বেন, উইলিয়াম হিউজ সহ অনেক ব্রিটিশ মন্ত্রী ও উচ্চপদস্থরা অক্সফোর্ডের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...