রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর এলাকাসহ ১২ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে ৬০ বান্ডিল টেউটিন ও ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্পবাস্তবায়ন বিভাগের আয়োজনে এ টেউটিন ও চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (২মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহীন, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার কমল, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, উপজেলা অঞ্চলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে আগামীকাল থেকে উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০৬টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক বিতরণ করা হবে।