অগ্নিকান্ডের মুখোমুখি হলে করণীয় বিষয়ক কর্মশালা

পিবিএ,যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই লক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে এই কর্মশালার আয়োজন করে যশোর ফায়ার সার্ভিস অফিস।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে এ কর্মশালায় অগ্নি ঝুঁকি কমাতে করণীয় বিষয়ের প্রজেক্টরে বিভিন্ন কৌশল দেখানো হয়। কোন ভবনে আগুন লাগলে আটকা পড়া বাসিন্দারা মাথা ঠান্ডা রেখে কিভাবে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সে ব্যাপারে সেমিনারে আলোচনা হয়।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লুৎফর রহমান, স্টাফ অফিসার গোলাম কিবরিয়া, ডাক্তার আব্দুল রহিম, হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ওয়াহিদুজ্জামান ডিটু, আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ প্রমুখ। কর্মশালা শেষে হাসপাতাল প্রশাসনিক ভবনের সামনে আধাঘন্টা ব্যাপী অত্যাধুনিক মেশিন ও ঘরোয়া উপায়ে কিভাবে সহজে আগুন নিভানো যায় তার মহড়া দেন যশোর ফায়ার সার্ভিস অফিস।

কর্মশালা শেষে দুপুর ১ টায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে হাসপাতাল বর্হিবিভাগে স্বাস্থ্য সেবার সপ্তাহ মানোন্নয়ন সেবা দাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ও বক্তব্য রাখেন অর্থোপেডিক বিভাগের ডা.এইচ.এম আব্দুর রউফ। এসময় আরো বক্তব্য রাখেন ডা.রহিম মোড়ল, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.হারনি অর রশিদ, সাঊেশ জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, সিভিল সার্জনের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।

পিবিএ/জেএইচ/এমএসএম

আরও পড়ুন...