পিবিএ ডেস্কঃ গরমকাল আর ঘামবেন না তাই কি হয়! কিন্তু অতিরিক্ত মাত্রায় ঘাম হলে সমস্যা আছে। কারণ স্বাভাবিক ভাবে গরমকালে ঘাম হবেই, শরীরের তাপ এতে বের হয়ে যায়। কিন্তু যারা সারাক্ষণ ঘামছেন তারা একটু সাবধানে থাকুন। কারণ অতিরিক্ত ঘাম, শরীরের প্রয়োজনীয় জল বের করে শরীরকে ক্লান্ত করে দেয়। যা কোন মানুষের জন্যই ভালো না। জেনে নিন ঘরোয়া উপায়ে অতিরিক্ত ঘাম রোধ করার পদ্ধতি।
প্রাথমিক ভাবে যা যা করবেনঃ বাইরে যাওয়ার থাকলে কালো রঙের পোশাক পরে যাবেন না দিনের বেলায়। কালো রঙ সূর্যের রশ্মি জলদি শুষে নেয়। ফলে শরীর গরম হয়ে যায় বেশি।
স্লিভলেস নয় বরং ফুলহাতা, বা থ্রি কোয়াটার হাতার সুতির আলগা পোশাক পরুন। টাইট ফিট পোশাক পরবেন না।
ছাতা, টুপি ব্যবহার অবশ্যই করবেন। পানির বোতল সব সময় ক্যারি করবেন সাথে। পারলে অল্প লবণ ও লেবু মেশানো পানি পান করুন এক ঘণ্টা পরপর।
মশলা দেওয়া খাবার কম খান, ঘাম কম হবে। লাইট খাবার খাওয়ার চেষ্টা করুন এই কয়েক মাস।
মদ খাওয়ার অভ্যাস থাকলে ছাড়ুন। ডাক্তারের মতে মদ পান করেন যারা তাদের অ্যাডরেনালাইন হরমোন বেশি মাত্রায় বেরিয়ে যায় শরীর থেকে ফলে অতিরিক্ত ঘাম হয়। যা শরীরে নানা বিপদ ডেকে আনতে পারে।
ঘাম থেকে মুক্তির উপায়-১ঃ রোজ গোসলের আগে মাত্র ১৫ মিনিট সময় বের করে নিন। একটি বাটিতে একটা গোটা পাতিলেবুর রস নিন। এবার ভালো করে দুহাতের দুই বগলে এটি লাগান। তারপর পাতিলেবুর ঘোষা দুটো নিয়ে বগলে হালকা করে ম্যাসাজ করুন ৫ মিনিট। আরও ১০ মিনিট অপেক্ষা করে গোসল করে নিন।
আমাদের শরীরে বগলে ঘাম বেশি মাত্রায় হয়। যা খুবই কম হবে লেবুর গুনে। একসপ্তাহ ব্যবহার করে দেখুন, নিরাস
হবেন না।
ঘাম থেকে মু ক্তির উপায়-২ঃ অ্যাপেল সিডার ভিনিগার ও তিলের তেল বা অলিভ অয়েল প্রয়োজন হবে এতে।
একটি পরিষ্কার কাঁচের বোতলে তিলের তেল বা অলিভ অয়েল হাফ বোতল মত নিন। এবার তাতে ৪ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার মেশান।
দুটি সামগ্রী ভালো করে মিশিয়ে নিয়ে ঘরের ঠাণ্ডা জায়গায় দুদিন রেখে দিন।
তারপর রোজ গোসল করার সময় গোসলের পানিতে এটি ৩ থেকে ৪ ড্রপ মিশিয়ে ওই পানিতে গোসল করুন।
ঘাম থেকে মুক্তির উপায়-৩ঃ ঘাম মানেই শরীর থেকে জল বেরিয়ে যাওয়া। তাই উপরের দুটি উপায়ের সাথে সাথে যে জিনিসটি অবশ্যই করবেন তা হল, শরীরে জলের জোগান। কি ভাবছেন যে শুধু প্রচুর পানি খেলেই হবে। আজ্ঞে না। কারণ শরীর গরম হয়ে ঘাম বেরোয়। তাই শরীরকে ঠাণ্ডা রাখার জন্য আপনাকে যেটি করতে হবে তা হল-
কাঁচের পানির বোতলে এক লিটার পানি নিন তাতে পাতিলেবু একটা গোল গোল কেটে মেশান। সাথে একটা শসা কেটে মেশান গোল গোল কেটে। সারা রাত ফ্রিজে রেখে দিন। নেক্সট দিন সকাল থেকে এই পানিটি সারাদিনে পান করুন। দেখবেন শরীর ঠাণ্ডা থাকছে এসি ছাড়াও। ফলে ঘামটাম হওয়ার কোন চান্সই নেই।
পিবিএ/এমআর