অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেফতার

সদ্য বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেফতার দেখাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরেই তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় রিমান্ড চেয়ে আজ আলেপকে আদালতে তোলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

পরবর্তীতে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছিল। এরপর গেল সপ্তাহে আলেপকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। আজ গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলো।

আরও পড়ুন...