অতিরিক্ত যাত্রী বহন করে সময়ের আগেই ছাড়ছে লঞ্চে

পিবিএ,চাঁদপুর: পবিত্র ঈদুল ফিতর শেষে পঞ্চম দিনে চাঁদপুর লঞ্চঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও নির্ধারিত সময়ের আগেই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকাগামী লঞ্চ।

সোমবার ভোর ৬টা থেকে নির্ধারিত সিডিউলের সময়ের আগ থেকে দুপুর পর্যন্ত ১৫টি লঞ্চ চাঁদপুর ঘাট ত্যাগ করে। সকাল থেকেই লঞ্চঘাটে ছিলো যাত্রীদের উপচে পড়া ভীড়।

সিডিউল সময়ের আগেই ভোর ৬টা থেকে আধাঘন্টা পর পর আল-বোরাক, ঈগল, ঈগল-২, তুতুল, বোগদাদিয়া-১৩, তাকওয়া, সোনারতরী, এমভি রাসেল ও রফরফ-২ অতিরিক্ত যাত্রীবহন করে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায়। ঈদুল ফিতরের পরে এইদিনেই যাত্রীদের ভীড় ছিলো সব চাইতে বেশি।

লঞ্চমালিক প্রতিনিধিরা জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের জন্য দু’টি স্পেশাল লঞ্চও রয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...