অতি পরিচিত দেশীয় একটি ফল ডেওয়া যা স্থানীয়দের কাছে বনকাঁঠাল হিসেবে পরিচিত। পাকলে এই ফলটি অতি মোলায়েম হয়। খেতে মিষ্টি-টক স্বাদের। ডেওয়া ফল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এর রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। আবার আমদানিকৃত পুষ্টিগুণ ফলের চাইতে বেশি পুষ্টিগুণ রয়েছে ডেওয়া ফলে। ছবিটি নওগাঁ শহরের খলিশা কুড়ি এলাকায় থেকে তোলা। বৃহস্পতিবার, ২৩ মার্চ। ছবি : পিবিএ/শামীনূর রহমান।

আরও পড়ুন...