অত্যাচার-নির্যাতনের করে তারা একদলীয় শাসন ব্যবস্থা চায় : ফখরুল

বিএনপি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি

পিবিএ, ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, আসুন স্বাধীনতা দিবসের এই দিনে অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় তাদের আমরা অপসারিত করি। জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে সব দলমত নির্বিশেষে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করি। একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি বলে তিনি মন্তব্য করেন ।

বুধবার (২৭ মার্চ) বেলা সোয়া ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। পূর্ব ঘোষিত এ শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফাসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আরো বলেন, আজকে আমাদের নেত্রী যিনি তার সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। যিনি স্বাধীনতাকে সুসঙ্গত রাখার জন্য কাজ করেছেন। সেই মহান নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, আজকে তাকে চিকিৎসা পর্যন্ত দেয়া হচ্ছে না।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...