পিবিএ,ঢাকা: পুঁজিবাজারে বিক্রির চাপে ধস নেমেছে অধিকাংশ খাতের শেয়ারদরে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ১৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ৭৯ শতাংশ কোম্পানি দরপতন। বিক্রির চাপ ছিল সব খাতেই। শতভাগ দরপতনে ছিল টেলিযোগাযোগ, সিরামিক, তথ্য ও প্রযুক্তি, সিমেন্ট, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ, কাগজ ও মুদ্রণ খাত। বাজারের এ পতনে দিশেহারা বিনিয়োগকারীরা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন। বাজার পতনের শেষ সীমা কোথায় সেটা দেখার অপেক্ষায় বাজারসংশ্লিষ্টরা।
তুলনামূলক কম দরপতন হয় ব্যাংক খাতে। এ খাতে ৪৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেন হয় মোট লেনদেনের ১১ শতাংশ। ডাচ্-বাংলা ব্যাংকের প্রায় ১০ কোটি টাকা লেনদেন হলেও ১১৯ টাকা দরপতন হয়। প্রিমিয়ার ব্যাংক দর বৃদ্ধির শীর্ষ দশে অবস্থান করে। ১৬ শতাংশ লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ খাতে ৩৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লুক্সেমবার্গভিত্তিক টিএইচএস কিংসওয়ে ফান্ড খাদ্য খাতের বিএটিবিসির এক লাখ ৩৭ হাজার ৮১৩টি শেয়ার ব্লক মার্কেট থেকে কেনার ঘোষণা দিয়েছে। এ খবরে গতকাল কোম্পানিটির ৫৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৬৩ টাকা। কোম্পানিটি লেনদেনের শীর্ষে ও দর বৃদ্ধিতে চতুর্থ অবস্থানে উঠে আসে। প্রকৌশল খাতে লেনদেন হয় ১৩ শতাংশ। এ খাতে ১৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এ খাতের ইস্টার্ন কেব্লসের সাড়ে ১১ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ২৮ টাকা। কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করে। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১২ শতাংশ। এ খাতে ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অবস্থান করে ওষুধ খাতের গ্লাক্সোস্মিথক্লাইন, এসিআই, রেকিট বেনকিজার ও এসিআই ফরমুলা। স্কয়ার ফার্মার প্রায় ১১ কোটি টাকা লেনদেন হলেও দেড় টাকা দরপতনে ছিল। জ্বালানি খাতে লেনদেন হয় ১০ শতাংশ। এ খাতে মাত্র দুই কোম্পানির দর বেড়েছে। ইউনাইটেড পাওয়ারের সোয়া ১৭ কোটি টাকা লেনদেন হলেও সাড়ে ৯ টাকা দরপতনে ছিল। এছাড়া আর্থিক খাতে ২১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের সোয়া ১০ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে দুই টাকা ২০ পয়সা।
পিবিএ/এফএস