অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রান বিরাট কোহলির

Kohli-Virat

পিবিএ ডেস্ক : আবার রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে দুরন্ত শতরান করে ভারতকে একটা সম্মানজনক স্থানে পৌঁছে দেন তিনি। একই সঙ্গে করে ফেললেন অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রানের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল পন্টিংয়ের দখলে। এদিন ২২ রান করার সঙ্গে সঙ্গেই নতুন মাইলস্টোনে পৌঁছলেন তিনি। অধিনায়ক হিসেবে এই রেকর্ডে বিরাট পৌঁছলেন ১৫৯টি ইনিংস খেলে।

পন্টিংয়ের ছিল ২০৩টি ইনিংসে। এর সঙ্গে অধিনাক হিসেবে কোহলি ষষ্ঠ ক্রিকেটার যিনি পৌঁছলেন ৯০০০ রানে। অধিনাক হিসেবে এছাড়া এই রানে পৌঁছেছেন গ্রেম স্মিথ (২২০ ইনিংস), এমএস ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিং (২৭২ ইনিংস)।

এর সঙ্গে ৪০টি সেঞ্চুরিও করে ফেললেন বিরাট কোহলি। ১০ হাজার রানে যুক্ত হল আরও রান। গড় ৫৯ এর উপর।

মঙ্গলবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এই অস্ট্রেলিয়া দলে দু’টো পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। অ্যাশ্টন টার্নারের জায়গায় এসেছিলেন শন মার্শ। ও জেসন বেহেনড্রফের জায়গায় এসেছেন নাথান লিয়ন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...