অধ্যক্ষের গাফেলতি কেড়ে নিল ৪ ব্যক্তির জীবন !


পিবিএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ফটক ভেঙে ৪ জন নিহত হওয়ায় ঘটনায় কলেজের অধ্যক্ষ আসাদ-উজ জামান বাচ্চুকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার রাতে নিহত গাবরগাড়ী গ্রামের তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার বাদী হয়ে কলেজের অধ্যক্ষ আসাদ-উজ-জামানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইতোমধ্যে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত ও নিম্নমানের কাজের জন্যই কলেজ গেটের ছাউনি ভেঙে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপরিকল্পিত ভাবে এবং কোন প্রকৌশলীর পরামর্শ ছাড়া নিন্মমানের কাজের জন্যই ফটক ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে। একজন অধ্যক্ষের গাফেলতিতে ৪ জন মানুষের মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি গজেন্দ্রনাথ মাহাতো বলেন, কলেজের নিজস্ব অর্থায়নে গেট নির্মাণ কাজটি অধ্যক্ষ নিজেই করছেন। এক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তালম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আবু তাহের সরকার, স্থানীয় চা-স্টল দোকানদার মনিরুল ইসলাম রস্তুম এবং আক্কাস আলীসহ একাধিক এলাকাবাসীর ভাষ্যমতে, কলেজের নিজস্ব অর্থায়নে ফটক নির্মিত হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তবে বিধি মোতাবেক দরপত্র আহ্বানের মাধ্যমে এ কাজে কোনো ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। নিজ উদ্যোগে নির্মাণ কাজ চালানোর ক্ষেত্রেও কোন প্রকৌশলী দ্বারা পরামর্শ বা নকশা করা হয়নি। অধ্যক্ষ নিজেই সবকিছু করেছেন। কাজে অনিয়মের বিষয়ে স্থানীয়ভাবে বাধা দেওয়া হলেও তিনি কারও বাধা মানেননি। ফলশ্রুতিতে ফটক ভেঙে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, অপরিকল্পিতভাবে নির্মাণাধীন গেটের উপরের অংশে ৫ ইঞ্চি দেয়ালের উপরে ১ মিটার প্রস্থ ও ২০ ফুট দৈর্ঘ্যের একটি ছাউনি নির্মাণ করা হয়েছিল। যা নির্মাণে কোনো রড ব্যবহার হয়নি, শুধু সিমেন্ট ও বালু দিয়ে তৈরি করা ওই ছাউনির ওজনও অনেক। এ কারণেই সেটি ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, ফটক ভেঙে চাপায় ৪ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন ফটকের ছাউনি ভেঙে পড়ে চাপায় ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোহাগ লুৎফুল কবির

আরও পড়ুন...