সংগ্রাম অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে ছেলের ভরণপোষণের জন্য অর্থসাহায্য চেয়েছিলেন এক নারী। মাত্র ১৭ দিনে ৫০ হাজার মার্কিন ডলারের বেশি অনুদান পান তিনি। এ ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। অনলাইনে এভাবে ‘ভিক্ষাবৃত্তি’র দায়ে ইউরোপীয় ওই নারীকে আটক করেছে দেশটির পুলিশ।
পুলিশের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন ভিক্ষাবৃত্তি করা আমিরাতে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই ভিক্ষা করতে নিজেকে তালাকপ্রাপ্ত উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেন ওই নারী।
পরবর্তীতে ওই নারীর স্বামী অভিযোগ করলে গোল বাঁধে। তার দাবি, সন্তানটি তালাকপ্রাপ্ত ওই নারীর কাছে নয়, নিজের কাছে রেখেই ভরণপোষণ করছেন তিনি। ফলে ভিক্ষার জন্য ওই নারীর প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
রোববার দুবাই পুলিশ জানায়, স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই নারীকে আটক করা হয়েছে। তিনি টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেয়া বিভিন্ন পোস্টে সন্তানের জন্য সাহায্যের আবেদন করেন। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এ বিষয়ে দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জামাল আল সলিম আল জালাফ জানান, ওই নারীর সাবেক স্বামী ই-ক্রাইম প্ল্যাটফর্মে অভিযোগ করলে বিষয়টি তদন্তে নামে পুলিশ। পরে জানান যায়, যে সন্তানের ছবি ব্যবহার করে ওই নারী সাহায্য চেয়েছেন, সে তার বাবার কাছে থাকে। পরে প্রতারণা ও ভিক্ষাবৃত্তির অভিযোগে ওই নারীকে আটক করা হয়।
গত রমজান মাসে ১২৮ জন ভিক্ষুককে আটক করার কথা জানিয়ে তিনি বলেন, মানুষের মহানুভবতার সুযোগ নিয়ে কেউ যাতে প্রতারণা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনলাইনে দানের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত।
পিবিএ/এএইচ