অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

পিবিএ,ঢাকা: রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে অনলাইন প্রতারণা চক্রের দুইজন সদস্যকে গত রাতে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, খোন্দকার মো. এাহবুবুর রশীদ (৪২) ও মো. মিজানুর রহমান (৪৪)।

এটিইউ’র অপারেশন্স এবং মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের (অতিরিক্ত দায়িত্ব) পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইনে অবৈধ ই-ট্রানজেকশন লেনদেন পরিচালনার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন এবং অপরাধকর্মে ব্যবহৃত আনুষঙ্গিক বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্র হিসেবে ‘এক্সনেস অ্যাপ’ নামক অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (নগদ, বিকাশ, রকেট) এবং ব্যাংক এ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করতো। পরে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করে নিজেদের লভ্যাংশ রেখে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নেন।

এই সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করে এটিইউ। নিবিড় অনুসন্ধানের পর প্রতারণা চক্রটির সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন...