অনিয়মিত ঋতুস্রাব কেন হয়?

অনিয়মিত ঋতুস্রাব কেন হয়?

পিবিএ ডেস্কঃ আপনি কি প্রায়ই অনিয়মিত ঋতুস্রাবের (Irregular Periods) সমস্যায় ভোগেন? তাহলে জেনে নিন এর নেপথ্য কারণ। সব সময়েই যে গর্ভধারণ এর নেপথ্য কারণ তা নয়। আরও নানা কারণে পিরিয়ড পিছিয়ে যেতে পারে।

স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, “যে কারণ বেশির ভাগের ক্ষেত্রেই দেখা যায় সেটি হল গর্ভধারণ। এছাড়াও, অতিরিক্ত অবসাদ, ওবেসিটি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওষুধ, অন্যান্য রোগ এবং মেনোপজের বয়স হলে এমনিতেই ঋতুস্রাব অনিয়মিত হতে পারে। অনিয়মিত ঋতুস্রাবের কারণ নিম্নে বর্ণনা করা হলোঃ-

অবসাদঃ অতিরিক্ত অবসাদে ভুগলেও হরমোন নিঃসরণ অনিয়মিত হতে পারে। তার থেকে দেখা দেয় এই সমস্যা। তাই মাত্রাতিরিক্ত অবসাদে ভুগলে প্রয়োজনে মনোবিশ্লেষকের পরামর্শে ওষুধ নিয়ে সমস্যার সমাধান করুন।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমঃ ওভারি বা গর্ভাশয়ে সিস্ট থাকলে এই সমস্যা দেখা দিতে। পারে। অনিয়মিত ঋতুস্রাবের সঙ্গে থাকে প্রচণ্ড পেটে ব্যথাও।

ওবেসিটিঃ নিয়মিত জাঙ্ক ফুড খেলে ওজন বাড়বেই। আর বাড়িতে মেদ শরীরে জমলে অনেক ক্ষেত্রেই হরমোন নিঃসরণ ব্যাহত হয়। এতেও অনিয়মিত হয় ঋতুস্রাব।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াঃ ভারী রোগ থেকে বাঁচতে টানা কোনও ওষুধ খেলে অনেক সময় তার পার্শ্বপ্রতিক্রিয়া থেকে যায়। যার জেরে অনেকের ঋতুস্রাব অনিয়মিত হয়ে পড়ে। অনেকের আবার পিরিয়ড বন্ধও হয়ে যায়।

অন্যান্য সমস্যাঃ এছাড়াও অন্য রোগও এর কারণ হতে পারে। যেমন, ডায়াবেটিস থাকলে আপনাকে এই সমস্যায় ভুগতে হতে পারে।.আবার অপুষ্টিতে ভুগলেও ঋতুস্রাব অনিয়মিত হয়।

পিবিএ/এমআর

আরও পড়ুন...