পিবিএ ডেস্ক: অবশেষে মিয়ানমারের সাথে সীমান্ত সিল করে দিল বাংলাদেশ। সরকারের এই অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলছেন, আর কোন মিয়ানমারের নাগরিককে ঢুকতে দেবে না সরকার।
সকালে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি’র সাথে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার আগে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিশ্চিন বার্গনার এর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
পরে সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী জানান, নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন সবাই। আর এই ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা। মিয়ানমার আবারো অস্থিরতা তৈরি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে আর কাউকে এদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।
পিবিএ/জেআই