পিবিএ ডেস্ক : বলিডের জনপ্রিয় তারকা দীপিকা পাডুকোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর সিং। তাদের বিয়ের তিন বছর পার হতে চলেছে। তবে এখন তাকে নিয়ে গুঞ্জন চলছে, দীপিকা কি মা হতে চলেছেন? তবে বিষয় খবরটি সত্য কিনা। সম্প্রতি দীপিকা কমলা রঙের একটি বডিকন ড্রেস পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবিতেই দীপিকার ‘বেবি বাম্প’ দেখেই এই আলোচনা শুরু হয়েছিল।
রণবীরের একটি ছবিতে কিছুদিন আগেই দীপিকা ‘ড্যাডি’ বলে কমেন্ট করেছিলেন। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে– আসলেই কি মা হতে চলেছেন দীপিকা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে দীপিকাকে জিজ্ঞাসা করা হয়, তার মা হওয়ার গুঞ্জন কি সত্যি। দীপিকা বলেন, এসব বিষয় এখন আর আমাকে প্রভাবিক করতে পারে না। কোনো দিন আমার শরীর ভালো না লাগলে আমিই জানব সবার আগে। আবার কোনো দিন ফিট লাগলে আবার আমিই সবচেয়ে আগে সেটি জানব। অন্য কেউ আমার থেকে ভালো জানবে না।
দীপিকা সাফ জানিয়ে দেন, অন্তঃসত্ত্বা হওয়ার গুজবে তিনি কান দেন না। কোনোভাবেই এগুলোতে কিছু তার যায় আসে না। প্রসঙ্গত দীপিকা পাডুকোন এ মুহূর্তে ছপক ছবির প্রচার নিয়ে ব্যস্ত। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারিতে। সূত্র: কলকাতা২৪
পিবিএ/জেডআই