পিবিএ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ২৩টি রাজ্যের অর্ধেকের বেশি এলাকায় সোমবার আবারও ব্ল্যাকআউট বা বিদ্যুৎ-বিপর্যয় ঘটেছে। এ ঘটনায় তড়িৎ চুম্বকীয় (ইলেকট্রোম্যাগনেট) হামলাকে দায়ী করেছে দেশটির সরকার। প্রায় পাঁচ মাস ধরে চলমান এ বিপর্যয়ে ৪০ লাখ নাগরিক দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, তড়িৎ চুম্বকীয় হামলার কারণে এ বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎসেবা পুনরায় চালু করতে কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ভেনেজুয়েলার জাতীয় পাওয়ার গ্রিড পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় এ বিদ্যুৎ-বিভ্রাট ঘটছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিশেষজ্ঞরা।
পিবিএ/ইকে