অন্যায় করলে বিএনপি করতে পারবেন না: জি কে গউছ

এম এস জিলানী আখনজী,হবিগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ বলেছেন, বিএনপি করলে অন্যায় করতে পারবেন না, আর অন্যায় করলে বিএনপি করতে পারবেন না, এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। বিএনপিতে কোনো সন্ত্রাসী ও দুর্নীতিবাজের স্থান নেই।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদি শেখ হাসিনার নির্যাতনের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, আমাকে কিবরিয়া হত্যা মামলায় জড়িয়ে এমন কোনো নির্যাতন নেই, করা হয়নি, বার বার মিথ্যা মামলায় জেল কাটানো হয়েছে, তারা আমাকে ফাসিতে ঝুলাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমাকে ফাসিঁতে ঝুলাতে পারেনি। জি কে গউছ আরাও বলেন, শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান আজ ধ্বংস করে গিয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাঠ করে বিদেশে পাচার করেছে। বিভিন্ন ব্যাংকের টাকা লুটপাঠ করে দেউলিয়া করেছে।

উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাব্কে সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার। এতে উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, যুবদল নেতা আবু নাইম হালিম, শফিক মিয়া, জালাল উদ্দিন, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদীদল বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন...