
শনিবার (২৯ মার্চ) হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে সাংবিকদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহপরিচালক (অপারেশন্স), পরিচালক, লিগ্যাল এন্ড মিডিয়া উইং, র্যাব ফোর্সেসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয় মতবিনিময় সভার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের সুস্থ্যতা কামনা করেন। সেই সাথে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে আরও স্মরণ করেন সে সকল দেশপ্রেমী, অকুতোভয় র্যাব সদস্যদের যারা দুঃসাহসিক অভিযাত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শান্তির ভিত রচনায় নিজেদের জীবন উৎসর্গ করে অমর হয়ে রয়েছেন।
র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী কার্যক্রম, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি দমন, চরমপন্থি, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং চাঞ্চল্যকর হত্যাকা-ের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি র্যাব ফোর্সেসে দেশমাতৃকার সেবায় যে সকল অকুতোভয় বীর সদস্য আত্মেৎসর্গ করেছেন এবং সহস্ত্রাধিক র্যাব সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন তাদেরকেউ স্মরণ করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ করছে। উক্ত অপরাধ দমনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাব ফোর্সেসও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। যার অংশ হিসেবে সারা দেশে র্যাব নিম্নে বর্ণিত কার্যক্রম পরিচালনা করছেঃ
ক। ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ/গুরুত্বপূর্ণ এলাকা সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা করছে।
খ। ব্যাটালিয়নসমূহ নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে সমন্বয় সাধন করে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করছে।
গ। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কোন উদ্ভুত পরিস্থিতির জন্য র্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
ঘ। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেকপোস্ট স্থাপন, পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সকল মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরসমূহে যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।
ঙ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী ঘরমুখী মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানসমূহে রয়েছে র্যাব ফোর্সেস এর বিশেষ নজরদারী। সড়ক, রেল এবং নৌ-পথে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, অজ্ঞান/মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে নজরদারি ও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চ। পবিত্র ঈদ-উল-ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্যক্ত/ইভটিজিং/যৌন হয়রানি রোধকল্পে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোন ধরণের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাবকে জানাবেন। র্যাব ফোর্সেস কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।