সোহেল রানা,হিলি: দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘন্টা পর ঢাকার আশুলিয়া থেকে সুমনা আক্তার সোহাগী (১৬) নামের নবম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ,এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার,,গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলার ঘোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান,গেলো ১৬ই আগষ্ট সোহাগীর চাচা সোনা মিয়া ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে অপহরণ করা হয়েছে এ সংক্রান্ত একটি ডায়েরী করে। এরপর ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টাপর গতকাল ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।