পিবিএ’মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে অপহরণের ৯ঘণ্টা পর তুহিন হোসেন (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা নিয়েছে পুলিশ। মুক্তিপণের দাবীতে তুহিনকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। উদ্ধারকৃত তুহিন সাহেবনগর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার রাতে নির্যাতন শেষে তুহিনকে অপহরণকারী উপজেলার কামারখালী গ্রামের মাঠে ফেলে যায়।
পারিবারিক সূত্র পিবিএ’কে জানায়,বুধবার রাতে তুহিনকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরণের পর রাতেই সন্ত্রাসীরা মোবাইলফোনে মুক্তিপণ হিসেবে ২লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তুহিনকে কামারখালী গ্রামের একটি নির্জন মাঠে নিয়ে রাতভোর নির্যাতন শেষে ফেলে যায়। পরের দিন (আজ) বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা আহত তুহিনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পিবিএ’কে জানান,এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
পিবিএ/জিএস/হক