চাঞ্চল্যকর বেকারির শ্রমিক মোঃ আলাল’কে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা আটককারী চক্রের সদস্য সৈকতসহ ০৬ জন’কে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর আগে বৃহস্পতিবার এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গতকাল (৬ জানুয়ারি) বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকার পোস্তগোলা ব্রিজের নিচ হতে বেকারির শ্রমিক মোঃ আলাল মিয়া (২৪) নিখোঁজ হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে ঐদিন রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ভিকটিম আলালের মা’কে মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানায় যে, তারা ভিকটিম আলাল’কে আটক করেছে। তারা মুক্তিপন হিসেবে আলালের পরিবারের কাছে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে।
আটককৃতরা ভিকটিম আলালকে এলোপাথাড়ি মারধর করে এবং ভিকটিমকে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর তারা ভিকটিমের নির্যাতনের ভিডিও ধারণ করে স্যোশাল মিডিয়ার মাধ্যমে উক্ত ভিডিও ভিকটিম আলালের মা’কে পাঠায়। তারা ভিকটিমের পরিবারের সদস্যদের’কে ভিডিও কলে রেখে ভিকটিমকে মারধর করতে থাকে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণের জন্য চাপ প্রয়োগ করে নতুবা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করতে থাকে। এরপর ভিকটিমের পরিবার ভিকটিমকে বাঁচানোর জন্য আটককারীদেরকে বিকাশের মাধ্যমে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পাঠায়। বিকাশের মাধ্যমে টাকা পাওয়ার পরও আটককারীরা ভিকটিমকে মারধর অব্যাহত রাখে এবং ভিকটিমের পরিবারকে আরো টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
ইতোমধ্যে এই অপহরণের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের সহকর্মী মোঃ রনি ভিকটিম মোঃ আলালকে আটককারীদের নিকট হতে উদ্ধার করার জন্য অধিনায়ক, র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২০.২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বেকারির শ্রমিক মোঃ আলাল মিয়া আটককারী চক্রের সদস্য ১। সৈকত সরকার (২৩), ২। শিহাব রহমান সিন (২১), ৩। মোঃ সজিব (৩০), ৪। মোছা. কুলসুম (২১), ৫। মোঃ রাসেল (৩০), ৬। মোঃ মেহেদী হাসান (২৮)-সহ উক্ত আটককারী চক্রের মোট ০৬ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট হতে অপহরণের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি মোটর সাইকেল, ০৯টি মোবাইল ফোন, ০২টি সুইচ গিয়ার, ০২টি কাটার, ০২টি লোহার কেচি, ০১টি সেলাই রেঞ্জ, ০১টি স্টীলের ডালি, ০১টি স্টীলের প্লাস, ০২টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।