অপহরণ-ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: ১৬ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামীকে রাজধানীর ভাটার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

বিগত ফেব্রুয়ারি ২০১৯ইং তারিখে রাজধানীর গুলশান থানা এলাকায় ৮ম শ্রেণীর একজন কিশোরীকে স্কুলে যাওয়ার সময় জনৈক মোঃ শাকিল(২২) অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে ১৭/০১/২০২২ তারিখ পর্যন্ত আটক করে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রতিদিন ৩/৪ বার ধর্ষণ করে এবং তার সহযোগীদের সহায়তায় খাবারের সাথে নেশা জাতীয় ওষুধ খায়িয়ে অজ্ঞান করে রাখত। শাকিল ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা ছাড়াও সিগারেটের আগুন দিয়ে ভিক্টিমের ডান হাতে ছেকা দেয়। ভিকটিমকে আসামীরা বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন এর পাশাপাশি শারীরিক নির্যাতন করে। সর্বশেষ ১৭/০১/২০২২ইং তারিখ ভিকটিম কৌশলে পালিয়ে তার নিজ বাসায় চলে আসে।

পরবর্তীতে কিশোরীর পরিবার উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মোঃ শাকিল ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮, ঢাকা এর সিআর মামলা নং-২০/২২ (গুলশান), ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০০৩) এর ৭/৯ (১) মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত অভিযোগের বিষয় সত্যতা সর্ম্পকে পিবিআই ঢাকাকে তদন্ত পূর্বক বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। বিগত ২৭/০২/২০২২ইং তারিখ পিবিআই উক্ত মামলা তদন্তভার গ্রহণ করে তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৯(১)/৭ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ঘটনার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০০৩) এর ৭/৯ (১)/৩০ মোতাবেক আসামী ১) মোঃ শাকিল, তার বাবা ২) বকুল মিয়া ও শাকিল এর মা ৩) শিমু বেগম এর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামীগণ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০৭ জুলাই ২০২৩ইং তারিখ ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১) মোঃ শাকিল(২২), সহযোগী ২) বকুল মিয়া ও ৩) শিমু বেগমকে গ্রেফতার করে। আসামীদের গ্রেফতারপূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উল্লিখিত মামলার সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। উক্ত মামলায় আসামীগণ ৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে নিজেদের নাম পরিবর্তন করে ছদ্মবেশে আত্মগোপনে থাকত।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...