পিবিএ,ডেস্ক: অপহরণের তিন দিন পর গাজীপুর থেকে এক যুবককে উদ্ধার করেছে র্যাব। উপজেলার ডগরী নয়াপাড়া এলাকা থেকে শনিবার রাতে মইনুল ইসলামকে (২২) উদ্ধার করা হয়। জানা গেছে,মইনুল সুনামগঞ্জের দেওয়ান নগর এলাকার মোহাম্মদ মুজাহিদের ছেলে।
র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, মইনুল গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ডগরী নয়াপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। “পরে অপহরণকারীরা ফোন করে মইনুলের স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।” আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় ওইদিনই মইনুলের স্ত্রী র্যাব অফিসে লিখিত অভিযোগ করেনে।
“পরে কৌশলে অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের টাকা নিয়ে নয়াপাড়া এলাকায় গেলে ভিক্টিমকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়।” সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে এই র্যাব কর্মকর্তা জানান।
পিবিএ/আরআই