অপারেশন ডেভিল হান্ট’র আওতায় নৌবাহিনীর যৌথ অভিযান

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট’র আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। অভিযান চলাকালে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেট এর বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে।

পরবর্তীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল হতে মোঃ নবির উদ্দিন, মোঃ ইমাম হোসেন ও মোঃ ফখরুল ইসলাম টিপুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ), ০৩ টি একনলা দেশীয় বন্দুক, ০৮ টি কার্তুজ, ২০ টি ককটেল, ০২ টি ডেগার, ০৩ টি ক্রিজ ও ০১ টি তলোয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এছাড়া মোংলা বন্দর ও দিগরাজ এলাকায় অন্য আরেকটি যৌথ অভিযানে ০৪ জনকে অস্ত্রসহ আকট করা হয়। এ সময় একটি দুইনলা বিদেশি বন্ধুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যৌথবাহিনীর অভিযানসমূহে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করে।

আরও পড়ুন...