পিবিএ ডেস্কঃ শুক্রবার (৩১) মে কেনিংটন ওভালে ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের বলের আঘাতে বাঁহাতের কব্জিতে চোট পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল।
চোট পাওয়ার পরপরই নেট থেকে ড্রেসিংরুমের পথ ধরেন এই ওপেনার। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত দলের সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়।কী হবে এখন? খেলতে পারবেন তো?
মাত্র ১ দিন বাদে এখানেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল সবুজের দল। অবশ্য তৎক্ষণাৎ এই প্রশ্নের জবাব মেলেনি। কেননা ,তামিমের কব্জির প্রকৃত অবস্থা জানা যাবে আাগামীকাল স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরে। আজ তার চোটাক্রান্ত কব্জিতে এক্সরে করা হবে। সেখানে যদি ফ্র্যাকচার ধরা পড়ে তাহলে বিশ্বকাপের প্রথম ম্যাচ তো বটেই আরো বেশ কয়েকটি ম্যাচেও হয়তো তাকে ড্রেসিংরুমে বসে সতীর্থদের খেলা দেখতে হবে।
শুক্রবার (৩১ মে) সংবাদমাধ্যমকে এ তথ্য দিলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের পর্যবেক্ষক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
পিবিএ/এমএস