পিবিএ ডেস্ক: রবিবার বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের ২২তম ম্যাচ এটি। তবে এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত আর পাকিস্তানের পঞ্চম। পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়েই রয়েছে ভারত। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ভারত। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে পাকিস্তান।
তবে এই হাইভোল্টেজ ম্যাচে দুই প্রতিদ্বন্দী ছাড়াও থাকছে তৃতীয় প্রতিপক্ষও। আর সেটি হলো বৃষ্টি। ইতোমধ্যে চলমান বিশ্বকাপে চারটি ম্যাচ পরিত্যক্ত করে ফেলেছে প্রকৃতি। যা আগের ১১টি বিশ্বকাপে করতে পারেনি । তাই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ততে রেকর্ড বইয়ে বিশ্বরেকর্ড গড়েছে বৃষ্টি। বৃষ্টির এই রেকর্ড আরও বড় হতে পারে। বিশ্বকাপের বাকী ম্যাচগুলোতেই প্রভাব ফেলবে বৃষ্টি। যেমনটা, ভারত-পাকিস্তান ম্যাচেও হতে পারে।
বিবিসির আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যানচেস্টারে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে। এরপর কয়েক ঘন্টাবাদে দুপুর থেকে আবারো বৃষ্টি দাপট দেখাবে। আর ব্রিটেনের সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচের দিন আকাশ অনেক মেঘলা থাকবে। দিন গড়ানোর সাথে সাথে বৃষ্টি নামার সম্ভাবনাও তৈরি হবে। তবে ম্যানচেস্টারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই। বিবিসি ও আবহাওয়া পূর্বাভাস যাই হোক না কেন, বর্তমানে ইংল্যান্ড জুড়ে বৃষ্টিই বেশি হচ্ছে। পাশাপাশি কনকনে ঠান্ডা ও বাতাস। সূর্যের হাসির দেখা খুবই কম মিলেছে।
বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অনেক বেশি এগিয়ে ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে পাকিস্তানের কাছে হারেনি টিম ইন্ডিয়া। শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপেই নয়, টি-২০ আসরেও পাকিস্তানের বিপক্ষে শতভাগ সাফল্য রয়েছে ভারতের। ওয়ানডে বিশ্বকাপে আগের ছয়বার দেখায় ছয়বারই জিতেছে টিম ইন্ডিয়া। টি-২০ লড়াইয়ে আগের পাঁচবারের মত পাঁচবারই জয় পেয়েছে ভারত। তাই এক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এগিয়েই ভারত। তবে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে ভারত। পাকিস্তানের সাথে ১৩১টি ম্যাচে লড়েছে ভারত। সেখানে জয় পেয়েছে মাত্র ৫৪টিতে। পক্ষান্তরে পাকিস্তানের জয় ৭৩টি। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
শেষ পাঁচ দেখায় পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় বেশি। চারটিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় একটি। তবে সেটিই ছিলো অবিস্মরনীয় জয়। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নিয়েছিলো পাকিস্তান।
পিবিএ/এমএসএম