পিবিএ,জামালপুর: অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফোরা করায় মো. আশিক (২৫) ও বাবু মিয়া (২০) নামে দুই যুবকের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি এলাকায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ ওই দুই যুবককে এ অর্থদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. আশিক চর হাটবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাবু মিয়া দড়িচন্দবাড়ি গ্রামের আব্দুস সবুরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রট শিহাব উদ্দিন আহমদ পিবিএ’কে জানান, ওই দুই যুবক করোনার এ দুর্যোগময় সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। সরকারি নির্দেশনা অমান্যে দণ্ডবিধি ২৬৯ ধারায় তাদের অর্থদণ্ড করা হয়। করোনার সংক্রমণ ঠেকাত সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ