পিবিএ ডেস্ক: গত বছরের অন্যতম আলোচিত সিনেমা কেজিএফ: চ্যাপটার ওয়ান। এটির সিক্যুয়েল কেজিএফ: চ্যাপটার টু। এতে আধীরা চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। খল চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি হায়দরাবাদে সিনেমাটির শুটিংও করেছেন তিনি।
প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি নিয়ে অধির আগ্রহে আছেন দর্শকরা। যশ, সঞ্জয় দত্ত ছাড়াও এতে অভিনয় করছেন— শ্রীনিধি শেঠি, সরন শক্তি, বালাকৃষ্ণা প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
কোলার গোল্ড ফিল্ডের সায়ানাইড হিলে কেজিএফ: চ্যাপটার টু সিনেমার শুটিংয়ের অনুমতি দিয়েছেন কর্ণাটক উচ্চ আদালত ।
বিচারপতি কৃষ্ণা দীক্ষিত আগামী শুনানি পর্যন্ত শুটিংয়ের এ অনুমতি দিয়েছেন। পাশাপাশি বাদী এন শ্রীনিবাস ও কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্সের কাছে এ বিষয়ে একটি নোটিশও জারি হয়েছে। ডেকান ক্রনিক্যাল এ তথ্য জানিয়েছে।
গত আগস্টে কোলার গোল্ড ফিল্ডের সায়ানাইড হিলে কেজিএফ: চ্যাপটার টু সিনেমার শুটিং চলাকালে শ্রীনিবাস নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, পাহাড় ভেঙে পরিবেশের ক্ষতি করে নির্মাতারা সিনেমাটির সেট তৈরি করেছেন। এরপরই সিনেমাটির শুটিং বন্ধের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাশ আদালত।
পিবিএ/ইকে