অবশেষে চারদিন পর চালু হল বাংলাদেশ জুট মিল

পিবিএ,নরসিংদী: অবশেষে চারদিন বন্ধ থাকার পর শনিবার (১৮মে) ভোর ৬ টা থেকে ঘোড়াশালস্থ বাংলাদেশ জুট মিলের উৎপাদন শুরু হয়েছে। মজুরীসহ ৯ দফা দাবীতে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পলাশ উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার স্বনামধন্য বাংলাদেশ জুট মিলের উৎপাদন ।

চারদিন পর চালু হল বাংলাদেশ জুট মিল
চারদিন পর চালু হল বাংলাদেশ জুট মিল

১৩ মে সোমবার ভোর ৬ টায় মিলের নোটিশ বোর্ডে বাংলাদেশ জুট মিলের সিবিএ সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশ টানিয়ে মিলের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। নোটিশে জানানো হয়, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সরকার কর্তৃক ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়ন, সকল বকেয়া মজুরি, বেতন প্রদানসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে সোমবার ভোর ৬ টা থেকে অর্নিদিষ্টকালের জন্য মিলের উৎপাদন বন্ধ করে ধর্মঘট পালনসহ প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধা ৭টা পর্ষন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে।

এদিকে মিলের সিবিএর পক্ষ থেকে গত শুক্রবার (১৭মে) ঘোড়াশাল পৌর এলাকায় মাইকিং করে শনিবার (১৮মে) ভোর থেকে মিলে কাজে যোগ দেয়ার আহবান জানালে শ্রমিকরা ভোর থেকে পুনরায় কাজে যোগ দেয়। ফলে উৎপাদন শুরু করে। বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, মিল কর্তৃপক্ষ ও বিজেএমসি কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন দাবী দাওয়া পর্ষায়ক্রমে চলতি সপ্তাহ থেকে পরিশোধ করার আশ্বাস দিলে আজ ভোর থেকে আমরা উৎপাদন শুরু করি।

এদিকে মিলের সিবিএ সভাপতি ইউসুফ সরদার জানান, ১১ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে শ্রমিকদের মজুরি এবং তিন মাস ধরে বন্ধ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন। এতে মিলের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ মজুরী না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি আরো বলেন, ৫২০ তাঁতের এই জুট মিলটিতে প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন।

এক সময় বাংলাদেশ জুট মিলটি দেশের অন্যতম লাভজনক জুট মিল ছিল। কিন্তু বিজেএমসি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে মিলটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিজেএমসি টাকা না দেয়ায় মিল কর্তৃপক্ষ ১১ সপ্তাহ যাবত শ্রমিকদের মজুরি ও তিন মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি দিতে পারছেন না।

এসব বিষয়ে বাংলাদেশ জুটমিলের মহাব্যবস্থাপক মোঃ গোলাম রব্বানী পিবিএকে জানান, চার দিন পর শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় মিলের উৎপাদন শুরু হয়েছে। তিনি আরো বলেন, বিজেএমসির সাথে কথা বলে শ্রমিকদের মজুরিসহ সকল পাওনা পরিশোধের ব্যবস্থা করবো।

পিবিএ/আর/আরআই

আরও পড়ুন...