অবশেষে বাংলাদেশ বিমানের গায়ে ক্রিকেট দল!

পিবিএ,ঢাকা: বাংলাদেশ দলের সমর্থনে উড়োজাহাজের চেহারা বদলে ফেলল বিমান।

কদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের মাঠের লড়াই। আপাতত প্রস্তুতি ম্যাচে দেখা মিলবে দলগুলোর। প্রস্তুতি ম্যাচ হলেও তা থেকে বিশ্বকাপের ঝাঁঝ ছড়াতে শুরু করেছে ইতোমধ্যে। বাংলাদেশ দলও ক্রিকেটের এই মহাযজ্ঞে শামিল হচ্ছে। বিশ্বকাপে অংশ নিতে কয়েকদিন আগেই ইংল্যান্ড গেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও যোগ দিয়েছেন দলের সঙ্গে।

বাংলাদেশের অপেক্ষা এখন পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করে আসল লড়াইয়ের জন্য পস্তুত হওয়া। সঙ্গে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি তো আছেই। দল যখন বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে, দেশের মানুষ তখন প্রিয় দলকে নিয়ে রীতিমতো রোমাঞ্চিত। তারাও প্রস্তুতি নিচ্ছে প্রিয় দলকে সমর্থন দেওয়ার, জানাচ্ছে শুভকামনা।

এই তালিকায় আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। বাংলাদেশ দলকে সমর্থন জানাতে নিজেদের উড়োজাহাজের চেহারা বদলে ফেলেছে তারা। বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে পুরো স্কোয়াডের ছবি বিমানের গায়ে বসিয়েছে তারা। বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনে তোলা একটা ছবি নিজেদের উড়োজাহাজে ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশে ইংল্যান্ড বিশ্বকাপের লোগোও বসিয়েছে তারা।

আগামী ২৬ মে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। এদিন কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। একদিন বিরতি দিয়ে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ মে কার্ডিফেই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসল লড়াই শুরু হবে বাংলাদেশের।

পিবিএ/জেআই

আরও পড়ুন...