পিবিএ, ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। আজ বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে তাকে বহনকারী এম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর রওনা হয়ে বিএসএমএমইউ হাসপাতালে পৌঁছায় দুপুর সাড়ে বারোটায়।
বিএসএমএমইউ হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তারসহ নেতাকর্মীদের অপেক্ষা করতে দেখা গেছে।
এর আগে সোমবার সকালে খালেদা জিয়ার ব্যবহারিক জিনিসপত্র বিএসএমএমইউ হাসপাতালে পূর্ব নির্ধারিত ৬১১-৬১২ কেবিনে নেয়া হয়। সেখানে তার নিরাপত্তা ও সেবার জন্য ২ জন মহিলা এবং ২ জন পুরুষ কারারক্ষী পাঠানো হয়েছে।
রোববার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর আলোচনা সাপেক্ষে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয় বলে এর আগে জানিয়েছিলেন, কারা অধিদফতরের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ডা. শুভ।
সূত্র জানিয়েছে, বিএসএমএমইউ তে বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৬ তলায় ৬২১ ও ৬২২ নং কক্ষে নেয়া হয়েছে।
বিএসএমএমইউ হাসপাতাল সূত্র জানায়, সোমবার হাসপাতালে খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার নিরাপত্তা ঘিরে হাসপাতালের কেবিন ব্লকের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত আনসারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, উনার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে ভর্তি না করালেই নয়।
পিবিএ/জেডআই