পিবিএ ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই পরস্পরকে এড়িয়ে চলেন তারা। এর পর ‘জগ্গা জাসুসের’র শুটিং করলেও সিনেমার প্রমোশনে একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি বিরাট-আনুষ্কার রিসেপশনেও তাদের একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে। বলছিলাম, বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের কথা। সম্প্রতি হঠাৎ করেই ফের একসঙ্গে দেখা গেছে এ দুই তারকাকে। এর পরই প্রশ্ন উঠেছে, ক্যাটরিনা কি আবারও তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের জীবনে ফিরে এসেছেন?
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে একফ্রেমে দেখা গেছে। সেখানে রণবীর, ক্যাটরিনার পাশাপাশি দেখা যায় র্যাপার বাদশাকেও। ওই বিজ্ঞাপনের ক্লিপিংস প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জল্পনা। রণবীরের জীবনে কি ফিরে এলেন ক্যাটরিনা? শোনা যায় এমন গুঞ্জনও। যদিও শত সমালোচনার মাঝেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রণবীর কিংবা ক্যাটরিনা।
প্রসঙ্গত, ক্যাটরিনার আগে দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। সে সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে বলে জানা যায়। তাই বিচ্ছেদের পরও কখনো ‘তামাশা’, আবার কখনো কোনো বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে দেখা গেছে এ দুই তারকাকে।
সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে আছেন রণবীর। গত মঙ্গলবার আকাঙ্খা রঞ্জনের জন্মদিনের পার্টিতে এ দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। ওই পার্টিতে রণবীরকে জড়িয়ে ধরেন আলিয়া। রণবীর, আলিয়ার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
পিবিএ/বিএইচ