অবশেষে রোশানের নায়িকা রিয়েলি

পিবিএ ডেস্ক: নির্মাতা অনন্য মামুন তৈরি করছেন তার নতুন ছবি ‘মেকআপ’। এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। আর এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এর বাইরে আর কিছুই বলেননি এই নির্মাতা। এরই মধ্যে জানা গেছে, ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। তবে বাকি অভিনয় শিল্পীদের নাম এখনও গোপন রেখেছেন অনন্য মামুন। শেষের পথে ছবির দৃ্শ্যধারণের কাজ।

সূত্রে জানা গেছে, ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি। এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন ‘মেকআপ’ ছবির শুটিংয়ে। এ বিষয়ে অনন্য মামুন এখনও মুখ খুলতে নারাজ। মামুন বলেন, ‘আমরা এখন মানিকগঞ্জে ছবির শেষ লটের কাজ করছি। গত ১৮ তারিখ থেকে আমরা শুটিং শুরু করেছি।

‘মেকআপ’ ছবির নায়িকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নতুন নায়িকা। এখনই নামটি বলতে চাই না, সারপ্রাইজ আছে। ছবির কাজ শেষ করে আমরা সবার সঙ্গে নায়িকাকে পরিচয় করিয়ে দেব। তবে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নবাগত অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ‘মেকআপ’ নির্মিত হচ্ছে মিডিয়ার গল্প নিয়ে। গল্পে উঠে আসবে মেকআপের অন্তরালের কাহিনী। নির্মাণের পাশাপাশি এর গল্প, চিত্রনাট্য করেছেন অনন্য মামুন নিজেই। চলতি বছরের জুলাইয়ে ছবিটির শুটিং শুরু হয়। শুটিং হয়েছে সুনামগঞ্জ, পুরান ঢাকা, ভারতের রামুজি ফিল্ম সিটিসহ বেশকিছু স্থানে। শিগগিরই এর গানের শুটিং হবে দুবাইয়ে।

এরই মধ্যে ছবির ‘বেবি বিউটিফুল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউড কণ্ঠশিল্পী জ্যোতিকা টাংরি। গানটির কথা ও সুর করেছেন স্যাভি। সব ঠিক থাকলে চলতি বছর বাংলা এবং হিন্দি দুই ভার্সনে মুক্তি পাবে ‘মেকআপ’ ছবিটি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...