পিবিএ-তে সংবাদ প্রকাশ

অবশেষে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে শ্যামপুর বহুমুখী স্কুলের শিক্ষকরা ৫ মাস পর বেতন পাচ্ছেন

পিবিএ, ঢাকা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হস্তক্ষেপে শ্যামপুর বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের ৫০ জন শিক্ষক ও কর্মচারী ৫ মাস পর বেতন পেতে যাচ্ছেন।

আজ মঙ্গলবার ৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ সাক্ষরিত আদেশে (স্মারক নং-Sp N/ ০৫/০৫/২০২০/০১) জেলা শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যৌথ সাক্ষরে বেতন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে গর্ভনিং কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

এ ব্যপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিজা আহমেদ মুঠোফোনে পিবিএ-কে জানান, ‘মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ঘটনা জানার মাত্র এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করেছেন। এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তাছাড়া ঘটনা সূত্রপাতের শুরু থেকেই স্থানীয় সংসদ সদস্য আবু হোসেন বাবলা, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক ও মাউশির ডিজি প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক মহোদয় সহযোগীতা করেছেন। এই করোনা মহামারির সময় শিক্ষকদের বেতন ব্যবস্থা করার জন্য সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

স্কুলের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আবেগআপ্লুত হয়ে বলেন, আমরা ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে ছিলাম। করোনার ভয়াল মহামারি সাথে রোজা চলছে। এই সময় বেতনের ব্যবস্থা করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

স্কুলের গর্ভনিং কমিটির সদস্য লতিফা খানম মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমাদের স্বশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। এই করোনা কাল থেকে স্বাভাবিক জীবনে এলে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে স্কুলে আমন্ত্রণ জানাবো। তিনি আমাদের আমন্ত্রণ রক্ষা করবেন এই প্রত্যাসা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ‘শ্যামপুর স্কুলের শিক্ষকদের ৪ মাসের বেতন আটকে রেখেছেন সভাপতি, বোর্ডের নির্দেশও মানছেন না’ শিরোনামে পিবিএ-তে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শিক্ষামন্ত্রী এব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের ‌ আশ্বাস দিয়েছিলেন।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...