অবশেষে সালমান মুক্তাদিরকে ‘আটক’ করল পুলিশ

পিবিএ ডেস্ক: অবশেষে জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের সেইফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে আজ বিকেল ৩ টার দিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে আনা হয়েছে। বিষয়টি দেশ নিশ্চিত করেছেন ডিএমপির সাইবার সিকিরিউটি এবং ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া।

পিবিএকে তিনি বলেন, ‘বিকেল তিনটার দিকে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। মূলত মাননীয় মন্ত্রীর নির্দেশেই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’ এদিকে গতকাল সোমবার সালমান মুক্তাদিরের অবস্থান জানতে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়েছিলেন মোস্তফা জব্বার। মন্ত্রী লিখেছেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

সম্প্রতি বিতর্কিত একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। ওই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন তিনি। সালমানের গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে চলে তীব্র সমালোচনা। গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিয়ে ফেসবুকে চলছে তর্ক-বিতর্কও। এদিকে গানটিতে ১৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। গানটি যে দর্শকদের মনে ধরেনি তা বোঝা যায় সেটিতে পড়া লাইক-ডিসলাইকের সংখ্যা দেখে।

ইউটিউবে গানটিতে লাইক দিয়েছেন ৪২ হাজারের বেশি দর্শক। বিপরীতে ডিসলাইক দুই লাখ ছাড়িয়েছে। শুধু ডিসলাইকই নয়, গানটি প্রকাশের পর থেকে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও কমেছে।

পিবিএ/এমআই

আরও পড়ুন...