অবশেষে হায়দরাবাদের একাদশে ফিরলেন সাকিব

ফাইল ছবি

পিবিএ ডেস্ক: টানা আট ম্যাচ বসে থাকার পর অবশেষে আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। চেন্নাইয়ে আজ স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশ অলরাউন্ডার। টস জিতে ফিল্ডিং নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের চলতি আসরের ৪১তম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও ভুবেনেশ্বর কুমারের নেতৃত্বাধীন হায়দরাবাদ।

চেন্নাইয়ের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে শাহবাজ নাদিমের জায়গায় ফিরেছেন মনীশ পান্ডে। আর বিদেশি কোটায় কেন উইলিয়ামসনের জায়গায় খেলবেন সাকিব।

মঙ্গলবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক ধোনি।

এবারের আইপিএলে এক ম্যাচ খেলার পর বাদ পড়ে যান সাকিব। অবশেষে মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ১০ম ম্যাচে একাদশে ফিরলেন সাকিব।

আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪২ রানে নেন ১ উইকেট। সে ম্যাচে সুযোগ হয়নি ব্যাটিংয়ের। হায়দরাবাদ এরপর আরও ৮ ম্যাচ খেললেও কোনোটিতেই খেলা হয়নি তাঁর।

চলমান আইপিএলে সুবিধাজনক অবস্থানে রয়েছে হায়দরাবাদ। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি। সেখানে শীর্ষ তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ।

অরেঞ্জ আর্মিদের সাফল্যের মূল দুই কাণ্ডারি অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ও ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। বিশ্বকাপের কারণে তারা দ্রুতই দেশে ফিরে যাবেন। তাদের অবর্তমানে হায়দরাবাদের অন্যতম ভরসা সাকিব।

এদিকে বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পও শুরু হয়েছে। তবে আইপিএলে নিয়মিত খেললে সরাসরি ভারত থেকে আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন তিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...