অবহেলা, অযত্নেই রাস্তার পাশে বেড়ে উঠছে দৃষ্টিনন্দন শটি ফুল।এই ফুলের বৈজ্ঞানিক নাম curcuma zeodaria বাংলা নাম শটি ফুল, আঞ্চলিক নাম হলুদ ফুল, জংলী হলুদ ফুল, হুইট ফুল ও ঘিকমা নামেও এই ফুলকে ডাকা হয়। চৈত্র ও বৈশাখ মাসে এই ফুল ফুটে। এক সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ও বসতবাড়ির আশেপাশে প্রায়ই দেখা যেত দৃষ্টিনন্দন শটি ফুল । কালের বিবর্তন ও অনুকূল পরিবেশ না থাকায় অবহেলিত শটি গাছ আজ প্রায় বিলুপ্তির পথে। ছবিটি মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে তোলা। শুক্রবার, ৩ মে। ছবি : পিবিএ/ মোঃ আহাদ মিয়া