অবিবাহিত নায়িকাদের কষ্ট দূর করতে বিয়ে করবেন হিরো আলম

পিবিএ ডেস্ক: বিয়ের ইচ্ছা পোষণ করেছেন হিরো আলম। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চর্চায় এসেছিলেন তিনি। এবার ফের আলোচনা এই অভিনেতা। একটি ইউটিউব শোয়ে বিয়ের করার ইচ্ছা পোষণ করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক নায়িকা আছেন। এখনও তারা বিয়ে করব করব করছেন। কিন্তু বয়স তো পেরিয়ে যাচ্ছে। অথচ এরা বিয়ে করছেন না। আমাদের ইসলাম-হাদিসে লেখা আছে চারটি বিয়ে করা যাবে। কোনও নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতেই পারি।

হিরো আলম বলেন, অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন। কলকাতা থেকেও অনেকে প্রস্তাব দেয়। আমি না করে দিই। বলি, আমার স্ত্রী আছেন। সন্তান আছে। তাই বিয়ে করব না।’ তবে এর পাশাপাশি অবিবাহিত নায়িকাদের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। অনেক নায়িকা আছেন। তাদের কষ্ট দেখে আমার দুঃখ হয়। বয়স তো পার হয়ে যাচ্ছে। ওদের দুঃখ দূর করতে একটা আধটা বিয়ে করতেই পারি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...