পিবিএ ডেস্কঃ গ্রামের কুমারী মেয়েরা লেখাপড়া ছেড়ে খালি মোবাইল ফোনে মন দিচ্ছে ৷ এমন অভিযোগ করছেন গ্রামের বয়স্করা ৷ এই নিয়ে ১২টি গ্রামের মাতব্বররা বৈঠক করেন ৷ তাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় কুমারী বিশেষ করে স্কুল-কলেজের মেয়েরা এবার থেকে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না৷
তবে এখানেই শেষ নয়৷ ভিন জাতের বা বর্ণের ছেলেক বিয়ে করলে গুনতে হবে দেড় থেকে দুই লক্ষ টাকা জরিমানা৷ এই নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ গুজরাতের বাঁশকাঁথা জেলার দান্তিওয়াড়া অঞ্চেলর ১২ গ্রামের মোড়লদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়৷
সেইসঙ্গে তাঁদের সর্বসম্মতি সিদ্ধান্ত, এবার থেকে মেয়েদের বিয়েতে আতসবাজি পুড়বে না ৷ বসবে না ডিজের আসর। এইভাএব কমাতে হবে খরচ ৷ সেই জমা টাকা নারী শিক্ষায় কাজে লাগবে ৷ শেষোক্ত সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন এই সম্প্রদায়ের বিধায়ক অল্পেশ ঠাকুর ৷ তবে অন্যদুটি ফতোয়াকে পুরোপুরি সমর্থন করতে পারছেন না তিনি ৷
তবে ভিন জাতের বা অসবর্ণ বিবাহ নিয়ে গ্রেমের মোড়লদের ফতোয়াকে তিনি একেবারেই সমর্থন করেন না ৷ তাঁর কথায়, শুধু মেয়েদের কেন মোবাইল ফোন শিক্ষায় সমস্যা হলে তা নিষেধ করা উচিত ছেলেদেরও ৷ তবে ভিন জাতের বা অসবর্ণ বিবাহ নিয়ে গ্রামের মোড়লদের ফতোয়াকে তিনি একেবারেই সমর্থন করেন না ৷
পিবিএ/এমএস