অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

পিবিএ, বেনাপোল: শার্শার ডিহি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক সপ্তাহ বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসূমী জেরিন কান্তা এ সাজা দেন।

দন্ড প্রাপ্ত ব্যক্তি মো. মোজাম্মেল হক (৪৫) শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসড়া গ্রামের বাসিন্দা। দন্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী জানান, মোজাম্মেল ড্রেজার মেশিন দিয়ে র্শাশা উপজেলার ডিিহ ইউনিয়নের ফুলসড়া বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে মোজাম্মলেকে এ দ- দেন।

শার্শা উপজলোর সহকারী কমশিনার মৌসুমি জরেনি কান্তা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে মোজাম্মলেকে এ দন্ড দেওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে পঞ্চাশ হাজার সি এফ টি বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক মূল্য আটারো লক্ষ্য টাকা।

পিবিএ/এন/হক

আরও পড়ুন...