অবৈধ ও সিরিয়াল বিহীন জাহাজ বন্ধে দাবীতে নৌ-পথে প্রতিবাদ কর্মসূচি

মো: আল মামুন, মুন্সীগঞ্জ: সিরিয়াল বিহীন জাহাজ ও অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে দাবীতে নৌ-পথে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলদেশে কার্গো ভেসেল ওনার্স এসোসিয়শন।
সিরিয়াল বিহীন পর্ন্যবাহী কোন জাহাজ, কার্গো ও কোস্টার চলতে দেয়া হবেনাসহ বিভিন্ন দাবী নিয়ে রবিবার ঢাকার সদর ঘাট থেকে লঞ্চ, ট্রলার যোগে বুড়িগঙ্গ, ধলেশ্বরী, শিতলক্ষা ও মেঘনা নদী পথের মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ হয়ে নৌ-পথের বিভিন্ন স্থান প্রতিবাদ কমূসুচি পালন করা হয়। পরে কর্মসূচিটি গজারিয়া উপজেলার মেঘনা ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালীন বিভিন্ন কার্গো, বাল্কহেড ও কোস্টারের শ্রমিকদের মাঝে করোনা প্রতিরোধক মাস্ক ও হ্যান্ডসেনিডাইজার বিতরণ করা হয়।

এসময় বাংলদেশে কার্গো ভেসেল ওনার্স এসোসিয়শন সভাপতি হাজী ইকবাল চেয়ারম্যান এর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল হক,সাংগঠনিক সম্পাদক গোলমা সরওয়ার হোসেন,নৌ-যান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সবুজ শিকদার,ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক,বাংলাদেশ বাল্কহেড সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান,সহ-সভাপতি হারুন মোল্লাসহ নৌ-যান শ্রমিক নেতৃবৃন্দ।

পিবিএ/মো: আল মামুন/এসডি

আরও পড়ুন...