অবৈধ প্রবেশকারি যুবককে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

পিবিএ,হিলি: অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ভারতীয় এক যুবককে ২০ মাস কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।


মঙ্গলবার দুপুরে হিলি চেকপোষ্ট জিরোপয়েন্টে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ভারত হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ২০ মাস আগে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি তাকে আটক করে আদালতে প্রেরন করে।পরে আদালত তাকে ৫ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। কারাদন্ড শেষে দু-দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে সে দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সে ভারতের উত্তর প্রদেশের বারলী জেলার শাহী তেশীল মীরগঞ্জ থানার বাসাই গ্রামের রাম সরুপের ছেলে শ্রী চরন সিংহ ওরফে করুন সিংহ।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...