অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৪ বাংলাদেশি আটক

benapol-14-bd-man-arrest-PB

পিবিএ, বেনাপোল: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সোমবার (২১ জানুয়ারি) দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শিশু সহ ১৪ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ছাড়াও ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ী নড়াইল, বাগেরহাট বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিএকে বলেন, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন বাংলাদেশীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১ সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিবিএ/এনইউ/এফএস

আরও পড়ুন...