চাকরি পুনর্বহালের দাবি

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটে অবস্থান করছেন তারা।

শৃঙ্খলা ভঙ্গের জন্য ৪০তম (ক্যাডেট) ব্যাচের সাব-ইন্সপেক্টরদের অব্যাহতি দেয়া হয়। ট্রেনিং শেষ হওয়ার পূর্বেই ৩২১জন ক্যাডেটকে বাদ দেয়া হয়।

অবস্থান কর্মসূচি অংশ নেয়া অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের সেদিন কোনোরকম শোকজ লেটার ছাড়াই অব্যাহতি দিয়ে বের করে দেন। কারণ হিসেবে তুচ্ছ বিষয় শৃঙ্খলা ভঙ্গ দেখানো হয়েছে, তা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই।’ সারদায় তাদের ব্যাচের যে কয়েকজন প্রশিক্ষণরত রয়েছেন, চাকরিতে পুনর্বহাল করে তাদের সঙ্গে পোস্টিং দেয়ারও দাবি জানান তারা।

তারা আরো বলেন, কোনো বেতন ছাড়া এতোদিন ট্রেনিং করার পর আমাদের অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। ক্লাস ও খাবারের বিশৃঙ্খলার যে অজুহাতে বাদ দেয়া হয়েছে, তার কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যারা দায়িত্বে ছিলেন তারাও বলেছেন সেদিন এমন কিছু ঘটেনি। তাহলে কেন আমাদের বাদ দেয়া হলো? আমরা আমাদের ন্যায্য চাকরি ফেরত চাই। আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। আমাদের সঙ্গে এভাবে কেন বৈষম্য করা হচ্ছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই

আরও পড়ুন...