অভিনন্দনকে ফেরতের প্রস্তাব, মোদিকে নিজে শান্তি প্রস্তাব দিতে চান ইমরান

modi_imran_pic 11

পিবিএ ডেস্ক : উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরালে যদি ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয়, তাতে আপত্তি নেই পাকিস্তানের।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান । কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলিতে পাক প্রধনমন্ত্রী ইমরান খান উইং কমান্ডার অভিনন্দনকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিলেন।

তিনি বলেন, আটক উইং কমান্ডারকে ভারতের ফেরত দিতে প্রস্তুত পাকিস্তান। তবে এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান। যে কোনও রকম ইতিবাচক পদক্ষেপেই প্রস্তুত তাঁরা। পাক প্রধানমন্ত্রী নিজে মোদিকে শান্তি প্রস্তাব দিতে চান বলে তিনি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারী কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।

একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। ভিডিও প্রকাশের আগ পর্যন্ত ভারত তাদের একজন পাইলট নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনীর হাতে তার আটক হওয়ার তথ্য অস্বীকার করে আসছিল। তবে এ সংক্রান্ত ভিডিও প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে বিবৃতি দিয়ে ওই পাইলট আটক থাকার স্বীকারোক্তি দেওয়া হয়।

 

পিবিএ/শআ

আরও পড়ুন...