অভিনন্দনকে রেডক্রসের মাধ্যমে ভারতে পাঠাবে পাকিস্তান

পিবিএ ডেস্ক: পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেবার খবরে বৃহষ্পতিবারই ভারতের মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলেছিলেন। তবে শুক্রবার সেই পাইলটকে স্বাগত জানাতে ওয়াঘা-আটারি সীমান্ত চেকপোস্টে তৈরি ভারতীয় বায়ুসেনা।

উপস্থিত হয়েছেন পাইলটের পিতা মাতাও। গত বৃহষ্পতিবারই তারা চেন্নাই থেকে নয়াদিল্লি এসে পৌঁছান। এর পর আজ সকালে গিয়েছেন অমৃতসরে। সেখান থেকে ওয়াঘা সীমান্তে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন অমৃতসরের ওয়াঘা-আটারি সীমান্তে পাইলট অভিনন্দনকে গ্রহণ করতে তিনি নিজে উপস্থিত থাকবেন। মুক্তি পাওয়া পাইলটকে স্বাগত জানাতে গতকাল রাত থেকেই মানুষ ওয়াঘা সীমান্তে ভিড় করেছেন। শুক্রবার সকালেও এসেছেন বহু মানুষ।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সীমান্ত। কখন অভিনন্দন আসবেন সেই অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন মানুষ। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আজ মুক্তি দিচ্ছে পাকিস্তান। সূত্রের খবর, এ দিন দুপুর ২টোর সময় অমৃতসরের ওয়াঘা-আটারি সীমান্তে আনা হবে অভিনন্দনকে। সেখানেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। পাক সংবাদমাধ্যমের খবর, শুক্রবার সকালেপাইলট অভিনন্দনকে প্রথমে রাওয়ালপিন্ডি থেকে লাহোরে আনা হবে। সেখানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)-এর হাতে তুলে দেওয়া হবে বায়ুসেনার এই উইং কম্যান্ডারকে। তার পরে তাঁকে নিয়ে আসা হবে ওয়াঘা-আটারি সীমান্তে। সেখান থেকে অভিনন্দনকে ভারতীয সেনা কর্তারা তাঁকে দিল্লি নিয়ে যাবেন।

এর আগে কার্গিল যুদ্ধের সময়ও ভারতীয় পাইলট নচিকেতাকে পাকিস্তান রেডক্রসের মাধ্যমেই ভারতের হাতে তুলে দিয়েছিল ঘটনার আটদিনের মাথায়। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর হাতে উইং কম্যান্ডার অভিনন্দনের ধরা পড়ার খবর প্রকাশ্যে আসার পরই তাঁর মুক্তির জন্য দেশ জুড়ে প্রার্থনা করেছিলেন মানুষ। কন্দহরের মতোই পাকিস্তান এ ক্ষেত্রেও শর্ত রাখার চেষ্টা করেছিল।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...