টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী মারা গেছেন। সোমবার ভোররাতে ক্যান্সারের কাছে হেরে চিরবিদায় নিলেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহনাজ খুশী। তিনি বলেন, ‘রুমী ভাই আমাদের সবার প্রিয় অভিনেতা। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি।’
শাহনাজ খুশী আরও বলেন, ‘তিনি আজ ভোরে হাসপাতালে মারা গেছেন। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। দেখা হলেই বন্ধু বলে সম্বোধন করতেন।’
উল্লেখ্য, বিটিভির আলোচিত ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল অলিউল হক রুমীর। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটকেও অভিনয় করেছেন একসময়।
তার অভিনীত ‘এখনো ক্রীতদাস’ বেশ সাড়া জাগানো একটি মঞ্চনাটক। এছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
অলিউল হক রুমীর গ্রামের বরিশালে। সেখানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। স্ত্রী, এক পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত নাটক ‘বকুলপুর’। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।