অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত প্রবীণ এই শিল্পী অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে কয়েকবার হাসপাতালে নেয়া হয়েছিল। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছিল।

১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই অভিনেতা। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। তিনি ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। এর দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়।

গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বাংলা নাটকের অতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।

আরও পড়ুন...

preload imagepreload image