পিবিএ ডেস্ক: আজ অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল ম্যারি কিডম্যানের জন্মদিন। কাগজে কলমে নিকোল ম্যারি কিডম্যান হলেও, সারা বিশ্বে নিকোল কিডম্যান নামেই তিনি পরিচিত। মজার বিষয় হচ্ছে, জনপ্রিয় এ অভিনত্রেী অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন। রয়েছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সে সুবাদে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেও সুনাম কুড়িয়েছেন। ১৯৬৭ সালের আজকে দিনে হাওয়াইয়ের হুনুলুলুতে জন্মগ্রহণ করেন বলিউডের এ দাপুটে অভিনেত্রী। তার বাবা ছিলেন একজন মনোবিদ। মূলত বাবার অনুপ্রেরণায় চলচ্চিত্রাঙ্গনে এসেছেন কিডম্যান।
১৯৮৯ সালের ‘ডেড কাম’ নামের একটি থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করে প্রথম বারের মতো হলিউডের দর্শকের কাছে জনপ্রিয়তা পান। পরে ‘ব্যাংকক হিল্টন’ নামের একটি ধারাবাহিকে কাজ করে উঠেন জনপ্রিয়তার তুঙ্গে। এরপর একে একে কাজ করেছেন ‘ডেজ অব থান্ডার’, ‘ফার অ্যান্ডার অ্যাওয়ে’, ‘সুপারহিরো’, ‘ব্যাটম্যান ফরেতার’ ও ‘দ্যা আওয়ার্স’র মতো ব্যবসায় সফল সব ছবিতে। অভিনয় দক্ষতার জন্য পেয়েছেন গোল্ডেন গেস্নাব পুরস্কার, একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, বার্লিন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব রৌপ্য ভলস্নুক পুরস্কার সহ অসংখ্য সম্মাননা।
এছাড়াও কিডম্যান ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় তার নাম সবার উপরেই রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার একটি বেসরকারি টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা ও প্রযোজনা করছেন এ অভিনেত্রী।
পিবিএ/বিএইচ